0

Your Cart

No products in the cart.
Grameen Krishok Agro

Welcome to Agriculture Grameen Krishok Agro

Screenshot_7

প্রজেক্ট প্রাকৃতিক মিশ্র ফল বাগান-১

“প্রাকৃতিক মিশ্র ফল বাগান-১” এটি একটি গ্রামীণ কৃষক এগ্রো এর দ্বিতীয় প্রজেক্ট। প্রজেক্ট টি ২০১৯ সাল থেকে শুরু হয়েছে।  

প্রজেক্টের পরিচিতিঃ

নামঃ প্রাকৃতিক মিশ্র ফল বাগান-১

শুরুর তারিখঃ ০১-১০-২০১৯ ইংরেজি

জমির পরিমানঃ ৬৫ বিঘা। 

জমির মালিকানাঃ অত্র এলাকার কৃষক। গ্রামীণ কৃষক এগ্রো ১২ বছরের জন্য লীজ নিয়েছেন।

 প্রজেক্ট লোকেশনঃ রোকনপুর বাজার, গোমস্তাপুর, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ।

চাষকৃত ফলঃ আম (১২ বাসি কাটিমন, ব্যানানা ম্যাংগো আম, আম্রপালি, গৌড়মতি, বারি-৪), বরই, পেয়ারা, মাল্টা, লেবু, পেপে, আখ।

প্রধান ফলঃ আম। 

চাষের ধরনঃ প্রাকৃতিক।

প্রজেক্ট স্পন্সরঃ  গ্রামীণ কৃষক এগ্রো

 

 

প্রজেক্ট প্রাকৃতিক মিশ্র ফল বাগান-২

“প্রাকৃতিক মিশ্র ফল বাগান-২” প্রজেক্ট টি ২০২৩ সালের জুলাই থেকে শুরু হবে ইনশাআল্লাহ্‌ ।   

প্রজেক্টের পরিচিতিঃ

নামঃ প্রাকৃতিক মিশ্র ফল বাগান-২

শুরুর তারিখঃ ০১-০৭-২০২৩ ইংরেজি

প্রস্তাবিত জমির পরিমানঃ ১০০ বিঘা। ১২ বছরের জন্য লীজ নেওয়া হবে।

প্রস্তাবিত এলাকাঃ  রাজশাহী অঞ্চলে লীজ নেওয়া হবে। 

প্রস্তাবিত ফলঃ আম (১২ বাসি কাটিমন, ব্যানানা ম্যাংগো আম, আম্রপালি, গৌড়মতি, বারি-৪), বরই, পেয়ারা, মাল্টা, লেবু, পেপে, আখ, ড্রাগন।

প্রধান ফলঃ আম। 

চাষের ধরনঃ প্রাকৃতিক।

প্রজেক্ট স্পন্সরঃ বাংলাদেশের যে কোন নাগরিক।

প্রজেক্ট তত্বাবধানেঃ  গ্রামীণ কৃষক এগ্রো।  

272039045_485228033031737_1582932614227201580_n
230814590_379915900229618_5104091959918067244_n


কিছু জিজ্ঞাসা?

আপনি যে কোন পরিমান স্পন্সর করতে পারেন। তবে ১ বিঘার কম না। প্রতি বিঘার জন্য ১,৩০০০০/- টাকা। 

স্পন্সর এবং “গ্রামীণ কৃষক এগ্রো” এর মধ্যে ৩০০ শত টাকার স্টাম্পে ১২ বছরের জন্য চুক্তি হবে।

প্রজেক্ট শুরু এর ২ (দুই) বছর পর থেকে প্রতিবছরের প্রজেক্ট খরচ বাদ দিয়ে  প্রফিটের ৪০ঃ৪০ ভাগে ভাগ করা হবে। বিনিয়োগ কারি পাবে ৪০% এবং “গ্রামীণ কৃষক এগ্রো” পাবে ৪০%। বাকি ১০% থাকবে পরকালের জন্য বিনিয়োগ অর্থাৎ আল্লাহ্‌ এর রাস্তায় বিনিয়োগ। প্রজেক্টের প্রতি বছরের খরচ প্রজেক্ট তেকে আসবে আর বাড়তি কোন বিনিয়গের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ্‌। প্রজেক্টের শুরু থেকে ফল হার্ভেস্ট করে বিক্রয় পর্যন্ত যাবতীয় কাজ করবে “গ্রামীণ কৃষক এগ্রো“। এ ব্যাপারে ৩০০ টাকার স্টাম্পে একটি লিখিত চুক্তি থাকবে।

আমাদের অভিজ্ঞতা থেকে আশা করা যায় দুই বছর পর থেকে প্রফিট পাওয়া শুরু হবে ইনশাআল্লাহ্‌। প্রতি বিঘা থেকে ৩০,০০০ – ৫০,০০০ টাকা পর্যন্ত প্রফিট আস্তে পারে ইনশাআল্লাহ্‌। মনে রাখতে হবে এটি একটি হালাল ব্যবসা। তাই প্রতি বছর যে প্রফিট পাওয়া যাবে এমটা নাও হতে পারে। বাজার মূল্য, আবোহাওয়া বিভিন্ন কারনে কোন বছর লসও হতে পারে। আবারও বলছি ব্যবসায় লাভ এবং লস থাকবেই। এ সব কিছু চিন্তা ভাবনা করেই আপনাকে বিনিয়োগ করতে হবে।

logo-

আমাদের আরও প্রজেক্ট

×