আমাদের অভিজ্ঞতা থেকে আশা করা যায় দুই বছর পর থেকে প্রফিট পাওয়া শুরু হবে ইনশাআল্লাহ্। প্রতি বিঘা থেকে ৩০,০০০ – ৫০,০০০ টাকা পর্যন্ত প্রফিট আস্তে পারে ইনশাআল্লাহ্। মনে রাখতে হবে এটি একটি হালাল ব্যবসা। তাই প্রতি বছর যে প্রফিট পাওয়া যাবে এমটা নাও হতে পারে। বাজার মূল্য, আবোহাওয়া বিভিন্ন কারনে কোন বছর লসও হতে পারে। আবারও বলছি ব্যবসায় লাভ এবং লস থাকবেই। এ সব কিছু চিন্তা ভাবনা করেই আপনাকে বিনিয়োগ করতে হবে।